উত্তরের জনপদ রাজশাহী রংপুরসহ সারাদেশেই বেড়েছে শীতের তীব্রতা। মৃদু শৈত প্রবাহের কারণে কনকনে ঠাণ্ডা আর হিমেল হাওয়ায় মানুষের স্বাভাবিক চলাচল কমে গেছে। দূর্ভোগ বেড়েছে ছিন্নমুল মানুষের। জানুয়ারির প্রথম সপ্তাহেই তীব্র শৈত প্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
আকস্মিকভাবে শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু এবং প্রবীণরা। ক্ষতি হচ্ছে ফসলেরও। ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বীজতলা। রংপুর, রাজশাহী ও নওগাঁ অঞ্চলে শীত সবচেয়ে বেশি। ঢাকাবাসীও টের পেতে শুরু করেছে শীতের তীব্রতা। গত ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো রাজশাহীর বদলগাছিতে সাত দশমিক পাঁচ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক চার ডিগ্রী সেলসিয়াস।