আলজেরিয়া থেকে সুলাইমান আল ফাররা (৩৪) এবং মোহাম্মদ আলবানা(৩৫) নামের ২ ফিলিস্তিনি বিজ্ঞানীর লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী আলজিয়ার্সের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
রবিবার আলজেরিয়ায় ফিলিস্তিনি দূতাবাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ওই দুই বিজ্ঞানী গাজা উপত্যকার খান ইউনিসের বাসিন্দা ছিলেন। আলজেরিয়ার রাজধানীর উপকণ্ঠে জারালদায় আল ফাররার অ্যাপার্টমেন্টে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তাঁদের মৃত্যুর ঘটনা সম্পর্কে শেষ খবর পাওয়া পর্যন্ত স্পষ্ট কিছু জানা সম্ভব হয়নি।
ফিলিস্তিনি দূতাবাসের প্রতিবেদন বলছে, এই দুই বিজ্ঞানী বিদ্যুতের শর্টসার্কিট কিংবা গ্যাসে শ্বাসরোধ হয়ে মারা যেতে পারেন।
এদিকে ফিলিস্তিনিদের অনেকে দাবি করছেন, এ দুই বিজ্ঞানী গুপ্তহত্যার শিকার হয়েছেন।