কেউ পাই কেউ বা পেয়ে হারাই ভাওয়াল মির্জাপুর টু বাংলাবাজার রোড এর পিছ ডালাই কাজ শেষ হলো মাত্র ২ মাস আগে এখন সেই রোড কেটে চলছে ড্রেন এর কাজ যদিও ড্রেনের কাজ রোডের এক সাইড দিয়ে শুরু করলেও তালহা ফ্রেব্রিছ মিল এর জন্য তা এখন রোডের মাজ দিয়ে নিতে হচ্ছে। কারণ তালহা মিলের ড্রেন আগে থেকেই রোডের সাইড দিয়ে নেওয়া । তালহা মিলের ড্রেনের সাথে সংযোগ দিলে বা ওই ড্রেনের চিকন পাইপ উঠিয়ে মোটা পাইপ বসালে যেমন সরকারের বেঁচে যাবে কয়েক কোটি টাকা আবার রাস্তার বেহাল দশা থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ।
Share!