গাজীপুরের কালিয়াকৈরে দক্ষিণ মৌচাক এলাকায় গুলবার শেখ (৪৫) নামে এক আটোরিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করে রিকশা নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।
শনিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত গুলবার শেখ সিরাজগঞ্জ সদর থানার তেঁতুলিয়া গ্রামের বিশা শেখের ছেলে।
এলাকাবাসী জানান, কালিয়াকৈর উপজেলার কলাবাধা এলাকায় আবু সুফিয়ানের বাড়িতে ভাড়া থাকতেন গুলবার শেখ। তিনি উপজেলার মৌচাক স্ট্যান্ড থেকে আশপাশ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
ধারণা করা হচ্ছে, গত শুক্রবার দিবাগত রাতে কোনো একসময় ছিনতাইকারীরা যাত্রীবেশে মৌচাক এলাকা থেকে অটোরিকশা নিয়ে কোথাও যাচ্ছিল।
পথে ছিনতাইকারীরা পেছন থেকে চালক গুলবারের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ছিনতাইকারীরা ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে শনিবার সকাল পৌনে ১০টার দিকে চালকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রিকশাচালক গুলবার শেখের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মেয়ে সুমি আক্তার বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।