এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে যখন পাসের হার কমেছে, তখন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বেড়েছে পাসের হার। বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এবারের এইসএইসসি পরীক্ষায় ৮টি শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৩৮ হাজার ৯০৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যা গত বছরের তুলনায় ২৪ হাজার ৫৫১ জন শিক্ষার্থী বেশি। বিজ্ঞানে পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৭৮জন, যা গত বছরের তুলনায় ১০ হাজার ৮৫৮ জন বেশি।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার বাড়ার বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকার বিজ্ঞান শিক্ষার জোর দেওয়ার পর থেকেই বিজ্ঞানে ঈর্ষণীয় সাফল্য আসতে শুরু করেছে। জিপিএ-৫ এর দিক দিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন শীর্ষে। কেবল শিক্ষার্থীর সংখ্যা-ই নয় পাশের হারের দিক দিয়েও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সাফল্য দেখিয়েছে।
জানা গেছে, সারা দেশে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা যখন ২৯ হাজার ২৬২ জন কেবল বিজ্ঞান বিভাগ থেকেই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৯৭১ জন। ১০ শিক্ষাবোর্ডের অধীনে ৬৪ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করলেও বিজ্ঞানে পাসের হার ৭৯ দশমিক ১৪ শতাংশ, যা অন্যদের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।