হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ ছবি নিয়ে এখন ব্যস্ত তিনি। এতে ‘মিসির আলি’র ভূমিকায় অভিনয় করেছেন। এরই মধ্যে নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। গোলাম সোহরাব দোদুলের পরিচালিত নাম ঠিক না হওয়া ছবিটিতে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয়ের কথা ছিল কলকাতার নায়িকা নুসরাত জাহানকে।
কিন্তু সেটাও আর চূড়ান্ত হলো না। জানা গেল ছবিটিতে নুসরাত থাকছেন না। এখানে নায়িকা হিসেবে বাংলাদেশেরই কোনো অভিনেত্রীকে দেখা যাবে।
গোলাম সোহরাব দোদুল বলেন, নুসরাত পরিকল্পনায় ছিল। কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে ঠিক করলাম বাংলাদেশি অভিনেত্রীকে নিয়েই কাজ শুরু করবো। তবে অভিনেত্রীর কথা এখনই বলতে চাই না। আগামী মাসের মাঝামাঝিতে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাবো।
ছবিটি নির্মিত হবে এস জে মোশন পিকাচর্সের ব্যানারে। প্রতিষ্ঠানটির কর্ণধার কাজী সাইফুল ইসলাম বলেন, ছবির চিত্রনাট্যের কাজ শেষ। শিল্পী নির্বাচন ও তাদের প্রস্তুতি পর্বও শেষের পথে। আগস্টেই শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামের বান্দরবান ও টেকনাফে ছবিটি চিত্রায়িত হবে।