শরণার্থীদের প্রবেশ সীমিত করবে জার্মানি। সোমবার কনজারভেটিভ পার্টির কাছে এই প্রতিশ্রুতি দেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। শরণার্থী প্রবেশ নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নও।
নিজের দল কনজারভেটিভ পার্টির বিপক্ষে গিয়ে চলতি বছর প্রায় দশ লক্ষ শরণার্থীকে জার্মানিতে আশ্রয় দিয়েছেন মেরকেল। এতে দলের মধ্যে চাপের মুখে পড়েছেন তিনি। ফলে নতুন করে শরণার্থীদের প্রবেশে এবার কঠোর হবে জার্মানি। এদিকে ১৩ নভেম্বর প্যারিসে হামলাকারীদের মধ্যে দুই জনের গ্রিস সীমান্ত দিয়ে প্রবেশের প্রমাণ পাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নও শরণার্থীদের ব্যাপারে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সীমান্তে আরো শক্তিশালী বর্ডার গার্ড ফোর্স রাখার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন।
জার্মানির চান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন,” সবার স্বার্থেই আমাদেরকে শরণার্থীদের সংখ্যা কমাতে হবে উল্লেখযোগ্যহারে। কারণ জার্মানিকেই এদের জন্য কর্মসংস্থানের পাশাপাশি সামাজিক সব সুযোগ সুবিধা দিতে হবে। আমি মনে করি, ইউরোপীয় ইউনিয়ন এমনকি শরণার্থীদের স্বার্থেও তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।”