Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

পৌর নির্বাচনে প্রতীক বরা‌দ্দে ভুল ছিল : হাইকোর্ট

পৌরসভা নির্বাচনে প্রতীক বরা‌দ্দে ভুল ছিল ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আদালত। এ বিষ‌য়ে পরবর্তী শুনা‌নির জন্য ৩ জানুয়া‌রি দিন ধার্য ক‌রা হ‌য়ে‌ছে। বিচারপ‌তি ফারাহ মাহবুব ও বিচারপ‌তি কাজী মো. ইজারুল হক আকন্দের দ্বৈত হাই‌কোর্ট বেঞ্চ মঙ্গলবার এক রি‌টের শুনা‌নি শেষে এ দিন ধার্য ক‌রেন। বিধিমালা ত্রুটিপূর্ণ উল্লেখ করে র‌বিবার পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করেন আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান। রিটে প্রধান নির্বাচন কমিশনার, কমিশন সচিব ও উপসচিব এবং স্থানীয় সরকার ও আইনসচিবকে বিবাদী করা হয়।

রিট আবেদনকারী আইনজীবী এহসানুর রহমান বলেন, বি‌ধিমালা ভুল তা স্বীকার ক‌রে‌ছে নির্বাচন ক‌মিশন। ‌মেয়র, স্বতন্ত্র, সংর‌ক্ষিত ও সাধারণ আস‌নের প্রতীক বরা‌দ্দে ভুল ছিল। নির্বাচন বিধিমালায় ভুল থাকায় ওই রিট দায়ের করা হ‌য়ে‌ছিল। সর্বশেষ পৌরসভা নির্বাচন বিধিমালা ২৩ নভেম্বর সংশোধন হয়। নতুন সংশোধনীতে চারটি ভুল রয়েছে। এ সব ভুল থাকা সত্ত্বেও এই বিধিমালায় নির্বাচন হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে বলে জানান ওই আইনজীবী।

ব্যারিস্টার এহসানুর রহমান আরও বলেন, সর্বশেষ সংশোধনীতে তফসিল দুই, তিন, চার ও পাঁচ নতুনভাবে প্রতিস্থাপিত হয়েছে। প্রথম ভুল : তফসিল দুই এর নিচে লেখা আছে, বিধি ১৯ এর ১ দ্রষ্টব্য। কিন্তু এখানে হবে বিধি ১৯ এর ১ ক দ্রষ্টব্য। দ্বিতীয় ভুল : তফসিল তিন এর নিচে লেখা আছে, বিধি ১৯ এর ২ ক দ্রষ্টব্য। এটা হবে বিধি ১৯ এর ১ এর খ দ্রষ্টব্য। তৃতীয় ভুল : চতুর্থ তফসিলের নিচে লেখা আছে, বিধি ১৯ এর ২ খ দ্রষ্টব্য। এখানে হবে বিধি ১৯ এর ১ এর গ দ্রষ্টব্য। চতুর্থ ভুল : পঞ্চম তফসিলের নিচে লেখা আছে, বিধি ১৯ এর ২ গ দ্রষ্টব্য। এখানে হবে বিধি ১৯ এর ১ ঘ দ্রষ্টব্য।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top