ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগতরা চলাচল, অবস্থান কিংবা কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে।
গত বৃহস্পতিবার রাতে প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া প্রভোস্ট কমিটির ওই বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত হয়েছে। সেগুলো হলো, যাদের ছাত্রত্ব নেই তারা হলে অবস্থান করতে পারবে না। এমনকি হল প্রশাসনের অনুমতি ছাড়া কোনো ছাত্রের অভিভাবক কিংবা অতিথি হলে অবস্থান করতে পারবে না।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী সাংবাদিকদের জানান, এ ক্ষেত্রে সকলের সহযোগিতা চাই। শিক্ষার্থী-শিক্ষক, পুলিশ সকলের সহযোগিতায় এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।