১৬ বছর পার হয়ে গেল সর্বশেষ শিরোপা জয়ের। হেক্সা মিশন যেন আর কমপ্লিট হতে চাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে তাদের হেক্সা মিশন। এমাবস্থায় আগামী ২০২২ সালের কাতার বিশ্বকাপ নিয়ে এখনই ব্রাজিলের পরিকল্পনা শুরু করা প্রয়োজন বলে মনে করেন দেশটির সাবেক বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রিভালদো।
নিজের ইনস্টাগ্রামে রিভালদো লিখেছেন, ‘প্রথমেই, আমি বেলজিয়াম জাতীয় দলকে তাদের জয় ও সেমি-ফাইনালে পৌঁছানোর জন্য অভিনন্দন জানাব। বিশ্বকাপটা এমনই, বিশেষ করে কোয়ার্টার-ফাইনালগুলো। এখান থেকেই মূলত টুর্নামেন্টটা শুরু হয়। বিশ্বকাপ কোপা আমেরিকা, বাছাই পর্ব বা প্রীতি ম্যাচের চেয়ে আলাদা। এতে ভুলের কোনো সুযোগ নেই।’
এমন বিদায়ের পর ফুটবলার ও সমর্থকদের মন ভেঙে গেলেও জীবন থেমে থাকে না বলে মনে করেন রিভালদো। সবাইকে উজ্জীবিত করতে তিনি আরও লিখেছেন, ‘এখনই সময় মাথা তুলবার। যা হয়েছে এটা ফুটবলেরই অংশ! ৩২টা দলের মধ্যে মাত্র একটা দল জিতে এবং এবারে সেটা ব্রাজিল নয়। এখন থেকেই ২০২২ সালের কাতার বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু করে দেওয়া উচিত।’
এদিকে, বিশ্বকাপ ব্যর্থতার পর তিতেকে আবারও কোচ হিসেবে রাখ হবে কিনা সে ব্যাপারে কিছুই জানায়নি ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন। তিতেও এ ব্যাপারে নিশ্চুপ। যদিও তিতেকেই কোচ হিসেবে চান সাবেক ব্রাজিল কিংবদ্ন্তিরা। দলকে ভবিষ্যৎ পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। তার মতে, যা হওয়ার হয়ে গেছে; এখন সামনে তাকানোর সময়। এগিয়ে যাওয়ার সময়।