রাজশাহীতে নগরীর কাপাসিয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ যাত্রী। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন রানা ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মতিহার থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। রাজশাহী মেডিক্যাল পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল আসমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে কাপাসিয়া এলাকায় ন্যাশনাল ট্রাভেলের একটি বাস রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয় যাত্রী নিহত ও আহত হয় আরো অন্তত ৪০ জন।