নোবেল পুরস্কার জয়ী পাকিস্তানি মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর নির্মিত ছবি ‘গুল মাকাই’-এর ফার্স্ট লুক পোস্টার ও মোশন পোস্টার অবমুক্ত করা হয়েছে। ছবিটির পরিচালক আমজাদ খান। ছবিতে মালালার ভূমিকায় অভিনয় করছেন রীম শাইখ আর তাঁর সাথে আছেন দিব্যা দত্ত এবং অতুল কুলকার্নি।
ফার্স্ট লুক পোস্টারে পাকিস্তানি মেয়ে মালালার নারীশিক্ষা ও শান্তির জন্য লড়াইকে তুলে ধরা হয়েছে।
পোস্টারটির শুরুতে লেখা রয়েছে, একটি শিশু, একজন শিক্ষক, একটি কলম ও একটি বই- পৃথিবীটা বদলে দিতে পারে।
‘গুল মাকাই’ নামে মালালার বায়োপিকটি তুলে ধরবে শিক্ষার জন্য তাঁর সংগ্রাম ও সোয়াত উপত্যকায় ঘটে যাওয়া তার পরের ঘটনাগুলো।
মালালা চরিত্রে রুপদানকারী রীম শাইখ এর আগে বেশ ক’টি টিভি শো’তে অভিনয় করেছেন। এ ছাড়াও অমিতাভ ও ফারহান আখতারের ‘ওয়াজির’ ছবিতে তাঁকে দেখা গেছে।
ছবিটির কিছু অংশ মুম্বাই ও গুজরাটের ভুজ নগরে ধারণ করা হয়। আর কিছু অংশ ধারণ করার কথা ছিল কাশ্মীরে। কিন্তু সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে তা হয়ে ওঠেনি।
‘গুল মাকাই’-এর অফিসিয়াল মোশন পোস্টারটি দেখে নিন।
সূত্র : ফার্স্টপোস্ট, দি এক্সপ্রেস ট্রিবিউন, টাইমস অব ইন্ডিয়া