রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে শিশু ইসমাইল হোসেন নীরবের (৫) মৃত্যুর ঘটনায় কেন তার পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে রাজধানীতে যতগুলো ঢাকনাযুক্ত এবং ঢাকনাবিহীন ম্যানহোল, সুড়ঙ্গ, গর্ত, কূপ, স্যুয়ারেজ লাইন রয়েছে তার লোকেশন অনুসারে তালিকা তিন মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া নীরবের মৃত্যুর ঘটনায় কদমতলী থানার ওসি আইনগত কী ব্যবস্থা নিয়েছেন তাও জানতে চেয়েছেন আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দর সমন্বয়ে গঠিত দ্বৈত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এক রিটের শুনানি শেষে এ আদেশ দেন। ১৩ ডিসেম্বর চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন ব্যারিস্টার আবদুল হালিম।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরান ঢাকার শ্যামপুর বাজারের পালপাড়া জাগরণী ক্লাবের সামনের খোলা ম্যানহোলে নীরব পড়ে যায়। প্রায় চার ঘণ্টা পর রাত ৮টার দিকে নীরবের নিথর দেহ শ্যামপুর স্লুইসগেট এলাকা থেকে উদ্ধার করা হয়। এই স্লুইসগেট দিয়ে স্যুয়ারেজের পানি বুড়িগঙ্গায় পড়ে। নিথর নীরবকে পরে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সোহেল রানা নীরবকে মৃত ঘোষণা করেন।