আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০১৭ সালের শাহরুখ খানের ব্যবসাসফল রোমান্টিক-কমেডি ছবি ‘যাব হ্যারি মেট সেজাল’-এর কথা। আর যদি মনে হয়েই থাকে তবে এই ছবিটা দেখে তার ক্যাপশন আপনি নিজেই ঠিক করে নিতে পারেন। আর সেটা হতেই পারে ‘যাব শাহরুখ মেট শচীন’।
হ্যাঁ, এমনই একটা ছবি সোশোল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গতকাল ভারতীয় ক্রিকেটের মাস্টার-ব্লাস্টার শচীন রমেশ টেন্ডুলকার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বলিউড কিং শাহরুখ খানের সাথে একটি ছবি পোস্ট করে লেখেন, যাব শাহরুখ খান মেট শচীন রমেশ টেন্ডুলকার।
গত রবিবার ছিল ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানির এনগেজমেন্ট পার্টি। আর তারকাখচিত সেই পার্টিতে অন্য অনেক তারকা-মহাতারকার মধ্যে উপস্থিত ছিলেন বলিউড কিং শাহরুখ আর ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার।
অনুষ্ঠানের এক ফাঁকে এ দুজন নিজেদের ক্যামেরাবন্দি করেন এবং শচীন সেটি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন।