Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সারাদিন হ্যাপি মুডে ছিলাম : শাকিব খান

আজকে আমার মনটা ভালো, সারাদিন হ্যাপি মুডে ছিলাম। এই যে এখানে এসেছি। বেশ আনন্দময় একটা সময় কাটছে। বলা যায় ফুরফুরে মেজাজে আছি।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ‘ওয়েস্টিন’-এ একটি নতুন ছবির মহরতে এমনই প্রাণোচ্ছল কথাবার্তায় মেতে উঠলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। ছবির নাম ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’।

কেন এতো ফুরুফুরে মেজাজ? খোলসা করলেন সাথে সাথেই। বললেন, সকালে ঘুম ভেঙেছে আমার ভাইজান এলোরে ছবির পরিচালকের ফোনে। তিনি জানালেন বেশ ভালো ব্যবসা করছে ছবিটি। শুধু তাই না, যে কারণে আমি এতো আনন্দিত সেটা হলো ছবিটি আরেকটি স্টেটে মুক্তি পেয়েছে।

পশ্চিমবঙ্গের পর আসামে মুক্তি পেয়েছে জানিয়ে শাকিব বলেন, জয়দীপ মুখার্জি বললেন, ছবিটি আসামে মুক্তি পেয়েছে। সেখানেও বেশ ভালো ব্যবসা করার কথা রয়েছে। ইতোমধ্যে আসামের ভালো ভালো সিনেমা হলে ছবিটি চলে গেছে।

শাকিব বলেন, জয়দীপ দা বারবার ফোনে বলেছে কবে আসবা কলকাতায়, কবে কবে? কবে নতুন ছবির কাজ শুরু করবো। তো এসব মিলিয়ে মুডটা ঘুম ভাঙার পর থেকেই ভালো। তারপর এখানে আসবো, নতুন ছবির কাজ শুরু হবে- এসবও মুড ভালো থাকার একটা বিষয়।

‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবিটি পরিচালনা করছেন শাহীন সুমন। ছবিটি নির্মাণ করতে যাচ্ছে শাপলা মিডিয়া। আর কনটেন্ট পার্টনার হিসেবে রয়েছে লাইভ টেকনোলজিস।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top