Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বিক্ষোভে উত্তাল জর্ডান, পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রী

জর্ডানে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ও নতুন কর আরোপের প্রতিবাদে দেশটিতে গত ৪ দিন ধরে আন্দোলন চলছে। জনগণের দাবির প্রেক্ষিতে বাদশা আবদুল্লাহ দেশটির প্রধানমন্ত্রী হানি মুকলিকে পদত্যাগ করার নির্দেশ দিতে পারেন। একটি নির্ভরযোগ্য সূত্র এ কথা জানিয়েছে।

জর্ডানের হাজারো মানুষ রবিবার রাতে রাজপথে নেমে আসে। বিক্ষোভে উত্তাল রাজধানী আম্মানসহ পুরো দেশ। উল্লেখ্য, জনগণের ওপর অতিরিক্ত করারোপের প্রস্তাব দিয়ে গত মাসে দেশটির সংসদে একটি করবিল পেশ করা হয়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, এই করবিল প্রত্যাহার করা না পর্যন্ত রাজপথ ছাড়বে না তারা। এই করবিলের কারণে জর্ডানের মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাবে।

জর্ডানের বাদশা আবদুল্লাহকে এ ব্যাপারে হস্তক্ষেপের আহবান জানিয়েছেন তারা।

আন্দোলনকারীদের দাবি, জনগনের আয়ের সঙ্গে এ ধরনের কর সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রসঙ্গত, ২০১১ সালেও শাসকদের বিরুদ্ধে পথে নেমে এসেছিল আরব বিশ্বের জনগন, যা জন্ম দিয়েছিল আরব বসন্তের। ওই আন্দোলন শুরু হয়েছিল তিউনিশিয়ায়। এরপর সেই আরব বসন্তের ঢেউ ছড়িয়ে পড়েছিল মিসর, লিবিয়া ও সিরিয়ায়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top