লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে ঈদ উপলক্ষে অন্তর্জালে মুক্ত হয়েছে এমএইচ রিজভীর নতুন মিউজিক ভিডিও। ‘তুই শুধু থেকে যা এমন’ শীর্ষক গানটি লিখেছেন নিলয়, সুর করেছেন রিজভী নিজেই।
হৃদয় হাসিন ও সায়েম রহমানের মিউজিকে গানটির ভিডিও নির্মাণ করেছেন স্ম্যাক আজাদ। দারুন সব লোকেশনে চিত্রায়িত ভিডিওটিতে মডেল হয়েছেন রিজভী নিজে এবং আনোয়ারা।
নতুন গান প্রসঙ্গে এমএইচ রিজভী বলেন, ‘আমি সাধারনত আগে যেসব গান করেছি, এর থেকে এই গানটি একটু অন্যরকম। আশা করি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’ রিজভী জানান শিগগিরই লেজার ভিশনসহ একাধিক ব্যানার থেকে রিজভীর আরো দুটি গান প্রকাশিত হবে
Share!