গামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এ পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আর সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
সোমবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯০ শতাংশ।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। পশ্চিম লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ থেকে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।
আজ যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস সৈয়দপুর জেলায়।