উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আসন্ন জুন মাসে বৈঠকের সম্ভাবনা খুব কম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, বৈঠকটি পরে কোনো এক সময়ে হতে পারে বলে প্রত্যাশা করছেন তিনি।
মঙ্গলবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেন তিনি।
উল্লেখ্য, জুন মাসের ১২ তারিখে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়াকে বৈঠকের জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। যদি দেশটি তা না করে তবে আগামী মাসের পরিবর্তে অন্য কোনো সময়ে বৈঠক হতে পারে।
তবে, ‘অন্য কোনো সময়’ ঠিক কখন তা পরিষ্কার করেননি ট্রাম্প।
এদিকে, উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্র এক তরফাভাবে পরমাণু অস্ত্র প্রকল্প বন্ধে চাপ প্রয়োগ করলে বৈঠক বাতিল করা হবে।