প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সোমবার বেলা ১০টায় মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে, বেলা ১০টায় মন্ত্রিপরিষদের সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা বৈঠক কক্ষে বৈঠকে বসেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে অংশ নেন- বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, আইনমন্ত্রী, কৃষিমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে।
Share!