বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল)ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে দুই শীর্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দু’টায়। এই ম্যাচে জিতলেই বিজয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে। আর যারা হারবে তাদের একটি সুযোগ থাকবে। ফাইনালে উঠার জন্য এলিমিনেটর ম্যাচে বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে তারা।আসরে উভয় দলই লীগ পর্ব শেষ করেছে সাত জয় নিয়ে। তবে নেট রান রেটের বিবেচনায় পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মাশরাফির কুমিল্লা। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে সাকিবের রংপুর।শক্তির দিক থেকে এই দুই দলের কেউই কম নয়। লীগ পর্বে দুইবার মুখোমুখি হয়ে একবার করে জয় পেয়েছে তারা। প্রথমবারের দেখায় সাকিবহীন রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর দ্বিতীয়বারের মুখোমুখিতে রংপুর রাইডার্স জিতেছিলো ২১ রানে।রংপুরের সাকিব-আজ একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস রয়েছে।
Share!