পরিচালক যুগল নয়ন-মিলটনের ‘প্যাকেজ কাজী’ নাটকটি মুক্তি পেয়েছে সম্প্রতি। আর মুক্তির প্রথম সপ্তাহে প্রায় আড়াই লক্ষ দর্শক কমেডি ধাচের এ নাটকটি দেখে ফেলেছে।
কমেডি ধাচের এ নাটকে বেশকিছু শিক্ষণীয় বিষয় থাকায় নাটকটির প্রতি দর্শকদের বাড়তি আগ্রহ রয়েছে বলে মনে করছেন মিডিয়া বোদ্ধারা।
অভিনেতা সিদ্দিকুর রহমান এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে রয়েছেন তানিয়া বৃষ্টি, নয়ন বাবু, অন্তরা, খায়রুল ও পরিমল রোজারিও প্রমুখ।
গত বুধবার সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি দেয়া হয়। রুহুল আমিন পথিকের রচনায় নাটকটি প্রযোজনা করেছে সৃষ্টি মাল্টিমিডিয়া।
যুগল পরিচালক নয়ন-মিলটন বলেন, আমরা নাটকটিতে কমেডির মাধ্যমে ভিন্ন কিছু তুলে ধরার চেষ্টা করেছি আর তাই দ্রুত দর্শকের মুগ্ধ করতে সক্ষম হয়েছে ‘প্যাকেজ কাজী’।
উল্লেখ্য, ‘প্যাকেজ কাজী’ ছাড়াও সৃষ্টি মাল্টিমিডিয়া এরই মাঝে বেশকিছু দর্শক প্রিয় নাটক উপহার দিয়ে মিডিয়া পাড়ায় ও দর্শকদের মনে আলাদা একটি স্থান করে নিতে সক্ষম হয়েছে।