আইপিএলে আজ রাতে বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
৯ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি। আর ব্যাটে বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দলের দারুণ ভূমিকা রাখছেন বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব। এরই মধ্যে টি-টুয়েন্টির বিরল এক রেকর্ডের অধিকারী হয়েছেন তিনি।
অপরদিকে বেঙ্গালুরুর অবস্থা অনেকটাই করুণ। ৯ ম্যাচে মাত্র ৩টি জয় পেয়েছে তারা। পয়েন্ট টেবিলেরও ষষ্ঠ স্থানে রয়েছে তারকা সমৃদ্ধ দলটি। এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই বেঙ্গালুরুর জন্য।