Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সাভারে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সাভারে ডাকাতদের হামলায় মহসিন ও মাসুদ নামের দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।বুধবার ভোর রাতে সাভারের ভাকুর্তা এলাকার তুরাগ মোগড়াকান্দা পুলিশ চেক পোস্টের সামনে এ ঘটনা ঘটে।প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-আরিচা সড়ক অবরোধ করেছে।তবে পুলিশ এটিকে ডাকাতির ঘটনা বলে অস্বীকার করেছে। এ বিষয়ে সাভার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, এখানে ডাকাতির কোন ঘটনা ঘটেনি।সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছে।এলাকাবাসী জানায়, কেরাণীগঞ্জের তারানগর ইউনিয়নের বটতলী এলাকার মহসিন ও মাসুদ নামের দুই ব্যবসায়ী পিকঅ্যাপ ভ্যানে করে সবজি নিয়ে মিরপুর-১ এর উদ্দেশে রওয়ানা দেন। পরে তুরাগ লোহার ব্রিজের দক্ষিণে তারা পৌঁছালে ডাকাতরা রাস্তায় ব্যারিকেড দিয়ে দুই সবজি ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।এসময় আলম ও মহিউদ্দিন নামের আরও দুজন আহত হয় । পরে স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে এদিকে ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ওই এলাকার আইনশৃংখলা রক্ষায় পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা গেছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top