ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাঁদের নতুন কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারের নাম ঘোষণা করেছে। বল টেম্পারিং কাণ্ডের পর ড্যারেন লেহম্যান পদত্যাগ করলে নতুন কোচের সন্ধানে নামে। সাবেক এই ওপেনার বর্তমানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ স্কোরার্সের দায়িত্বে আছেন। তার সঙ্গে সিএ’র চার বছরের চুক্তি হয়েছে।
সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কাণ্ডে লেহম্যানের কোনো যোগাযোগ ছিল না। প্রাথমিকভাবে তিনি দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু পরবর্তীতে সরে দাঁড়ান। ২০১৩ সালে দায়িত্ব নেয়া লেহম্যান এর আগে ২০১৯ অ্যাশেজ পর্যন্ত থাকার কথা বলেছিলেন।
বাঁহাতি ল্যাঙ্গার অস্ট্রেলিয়ার হয়ে ১০৫ টেস্ট খেলে সাত হাজার ৬৯৬ রান করেছেন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
স্কোরার্সকে তিনটি বিগ ব্যাশ শিরোপা জিতিয়েছেন তিনি। এছাড়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে দুইবার ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন বানিয়েছেন।