রাষ্ট্রপতি আবদুল হামিদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর স্থগিত করা হয়ছে। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসার কথা ছিল তাঁর। কিন্তু অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়।
প্রথমে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা ছিল। সেটি পরিবর্তিত হয়ে বিকেল পৌনে ৪টায় করা হয়েছিল। এরপর এদিনের সফরটি অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন অনিবার্য কারণবশত এ কর্মসূচি স্থগিত করা হয় হয়েছে।