রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর বায়ার্ন মিউনিখের মেরুদণ্ড রবার্ট লেভানডফস্কি। স্ব স্ব গোলমেশিনের ডানায় চড়ে উড়ছে দুদল।
তবে বর্তমান জার্মান চ্যাম্পিয়ন কোচ জুপ হেইঙ্কেস বলছেন ভিন্ন কথা। তার মতে, সিআর সেভেনের সঙ্গে পোলিশ তারকার তুলনা কখনও যায় না।
এবারের ইউরোপসেরা টুর্নামেন্টে ১৫ গোল করেছেন রোনাল্ডো। সেখানে লেভানডফস্কির গোল মাত্র পাঁচটি। তবে সাম্প্রতিক সময়ে সেরা ফর্মে থাকায় বায়ার্ন সুপারস্টারের সঙ্গে অনেকে পর্তুগিজ যুবরাজের তুলনা করছেন।
হেইঙ্কেস বলছেন, আমি মনে করি না আপনি তাদের মধ্যে তুলনা করতে পারেন। তারা দুজনে দুই মেরুর খেলোয়াড়। ওদের খেলার ধরন, স্কিল সম্পূর্ণ আলাদা।
তিনি বলেন, প্রতিপক্ষের গোলমুখের সামনে খেলে লেভানডফস্কি। আর বাম প্রান্তে খেলে রোনাল্ডো। দুজনই গোল করার দায়িত্বে থাকলেও কৌশল আলাদা। দৌড়, গতির ধরন ভিন্ন।
জার্মান কোচ মনে করেন, আমাদের ঘরে খেলে যাওয়ার পর তাদের দূর্গে খেলতে হবে। এ দুই লেগে পারফরম্যান্স দেখার পরই তাদের নিয়ে তুলনা করাটা শ্রেয় হবে।