Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে অনলাইন গনমাধ্যম: সোলায়মান আলম শেঠ

মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম অফিস: জাতীয় পার্টি’র প্রেসিডিয়াম সদস্য  ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব সোলায়মান আলম শেঠ বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে অনলাইন গনমাধ্যম। সময়ের অগ্রযাত্রায় অনলাইন গনমাধ্যমের ভুমিকা ঈর্ষাপরায়ন। সময়ের চাহিদায় অনলাইন গনমাধ্যম প্রতিক্ষনে আমাদেরকে নিত্য নতুন সংবাদ পরিবেশন করছে। অনলাইন  গনমাধ্যমের সাথে পাল্লা দিয়ে বহুল প্রচারিত প্রিন্টিং মিডিয়াগুলোও অনলাইন সংস্করণ করেছে। এতেই প্রতীয়মান অনলাইন গনমাধ্যমের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। আমি অনলাইন গনমাধ্যমের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। তিনি আজ ১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার দুপুর ৩ টায় তাঁর চকবাজারস্থ কার্যালয়ে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দেরর সাথে মতবিনময়ে উপরিউক্ত কথাগুলো বলেন। মতবিনিময়ে সভায় ক্লাবের সভাপতি গত দুই বছর ধরে চলমান ক্লাবের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। মতবিনিময়ে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, যুগ্ম সম্পাদক স ম জিয়াউর রহমান, উপ-অর্থ সম্পাদক রুপন দত্ত, উপ-প্রচার সম্পাদক রাজীব চক্রবর্তী, অনলাইন সাংবাদিক কুতুব উদ্দিন রাজু, এস এম সোহেল ও মো. শহিদুল ইসলাম প্রমুখ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top