পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তার অসুস্থ স্ত্রীকে দেখার জন্য লন্ডন গেছেন। মেয়ে মরিয়ম নওয়াজ তাঁর সঙ্গে ছিলেন বলে জানা গেছে।তবে অনেকেই নওয়াজ দেশ ত্যাগ করেছেন বলে মন্তব্য করছেন।
তবে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান ছেড়ে যাবার আগে তিনি আবার দেশে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন। ক্যান্সারে আক্রান্ত নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজের লন্ডনে চিকিৎসা চলছে।
এদিকে, মরিয়ম নওয়াজ এক টুইট বার্তায় জানিয়েছেন, তাঁর মাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ জন্যই লন্ডন যাচ্ছেন তাঁরা। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় কাতার এয়ারলাইনসের ফ্লাইটে ওঠেন তাঁরা।
প্রসঙ্গত, গত শুক্রবার সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে যেকোনো রাষ্ট্রীয় পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করে। পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন।
আদালত রায়ে জানায়, নওয়াজ শরিফ নির্বাচনে অংশগ্রহণ বা পার্লামেন্টের সদস্য হতে পারবেন না।