নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাতারপাইয়া প্রাইভেটকার ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সেনবাগ-ছাতারপাইয়া সড়কের কোটের বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যাক্তির নাম রাজু (৩৫)। তার বাড়ি বেগমগঞ্জের বজরায়। আহতরা হচ্ছে মো: বেলাল হোসেন ও খোকন।
স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সেনবাগ থেকে ছেড়ে আসা সোনাইমুড়ি অভিমুখী একটি প্রাইভেটকার নং ঢাকা মেট্রো খ-১১-১২৫৯ ও সোনাইমুড়ি থেকে থেকে ছাতারপাইয়া অভিমুখী একটি ট্রাক্টর ছাতারপাইয়ার কোটের বাড়ি নামক স্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের আরোহী রাজু নিহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় পতিতদের উদ্ধার করে এবং গাড়ি দুইটি জব্দ করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালীর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।