স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেগম খালেদা জিয়ার জন্য জেলকোড বিধানের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়। কারাকর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সোমবার সচিবালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন রাজনীতিবিদ ও বয়স্ক নারী। তার চিকিৎসার ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি। অত্যন্ত গুরুত্ব দিয়ে মর্যাদার সঙ্গে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের দেওয়া পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত ওষুধ খাচ্ছেন।
তিনি বলেন, বেগম জিয়া নিজেই চিকিৎসার জন্য ধন্যবাদ দিয়েছেন। চিকিৎসা নিয়েছেন, ওষুধ খাচ্ছেন। বিএনপি অহেতুক রাজনীতি করে, সব বিষয় নিয়ে রাজনীতি করে।
এ সময় নাসিম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অহেতুক মিথ্যাচার না করতে বিএনপির প্রতি আহ্বান জানান।