বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজার থেকে ঢাকাগামী বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
শনিবার বিকাল সোয়া ৪টার দিকে ফ্লাইটটি উড্ডয়নের পর ঢাকার আকাশে এসে খারাপ আবহাওয়ার কবলে পড়ে। এর পর প্রায় সোয়া ঘণ্টা ধরে বিমানটি ঢাকার আকাশেই ছিল।
ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে বেশ কয়েকবার নামার চেষ্টা করেও ঝড়-বৃষ্টির কারণে ব্যর্থ হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ওই বিমানটিতে আনুমানিক ১৬০ যাত্রী ছিল। বৈরী আবহাওয়ার কবলে পড়ে বিমানটি মাঝ আকাশে চক্কর দিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
একজন যাত্রী বলেন, বিমানটি চট্টগ্রামে অবতরণের পর যাত্রীদের মধ্যে অনেকে এই ফ্লাইট ত্যাগ করে সড়কপথে ঢাকার পথে রওনা করেন।
একজন যাত্রীর বর্ণনা অনুযায়ী, তাদের বিমানটি ঝড়ের কবলে পড়ার পর পাইলট অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন।