গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফজলুল হক মিলন, কাজী সাইয়েদুল আলম বাবুল, শিল্পপতি সোহরাব উদ্দিন, ড. শহীদুজ্জামান, মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস প্রমুখ।
এর আগে সোমবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করে বিএনপি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
পর দিন গাজীপুরের বর্তমান মেয়র ও বিএনপি নেতা অধ্যাপক এমএ মান্নানের সঙ্গে দেখা করে তার দোয়া নেন হাসান উদ্দিন সরকার।
এর পর গাজীপুর বিএনপিতে বিপুল প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। দলের নেতাকর্মীরা একাট্টা হয়ে হাসান উদ্দিন সরকারকে বিজয়ী করতে ব্যাপক কর্মতৎপরতা শুরু করেছেন।