Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ব্রাজিলে জেল ভেঙ্গে পালানোর চেষ্টা : গোলাগুলিতে নিহত ২০

ব্রাজিলের উত্তরাঞ্চলের পাড়া রাজ্যের একটি জেল ভেঙ্গে পালানোর চেষ্টা করায় কমপেক্ষ ২০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার জেলের বাইরে থেকে একটি সশস্ত্র গ্রুপ দেয়াল ভেঙ্গে ফেলার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।

নিরাপত্তা সূত্র জানায়, পাড়া রাজ্যের বেলেম নগরীর অ্যামাজন রেনফরেস্টের কাছে সান্তা ইসাবেল পোনিটেনশিয়ারি কমপ্লেক্স ভেঙ্গে বন্দিদের মুক্ত করার চেষ্টা চালানো হয়।

এ সময় জেলের ভেতরের বন্দি ও বাইরের সশস্ত্র দুষ্কৃতকারীরা সামরিক কায়দায় হামলা চালায়।

সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় ১৯ বন্দি ও বহিরাগত হামলাকারী নিহত হন। এছাড়া ওই সংঘর্ষে একজন নিরাপত্তা রক্ষী নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি বন্দুক উদ্ধার করেছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top