কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।
তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে মেধাবীদেরকেই প্রয়োজন। মেধাবীরা এগিয়ে গেলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তাই আমি চাই মেধার যথাযথ মূল্যায়ন হোক।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ভিসি বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলন অত্যন্ত যৌক্তিক একটি আন্দোলন। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এ বিষয়ে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন সেহেতু সরকার এই দাবি অবশ্যই বিবেচনা করবে বলে আমি বিশ্বাস করি।
তবে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত বলে মনে করেন ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশী হামলা এবং ঢাবি ভিসির বাসভবনে দুর্বৃত্তের তান্ডবের নিন্দা জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই শিক্ষক বলেন, আমার ছাত্রদের উপর হামলা হবে এটা আমি কোনমতেই সমর্থন করি না। আমার দাবি, প্রশাসন যাতে এ বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়।