রাজধানীর কাওরানবাজারে দুই বাসের চাপায় হাত হারানো রাজীব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাজীবের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
গত বুধবার দুই বাসের রেষারেষিতে আটকে যায় তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনের ডান হাত। দুই বাসের চাপে বিচ্ছিন্ন হয়ে যায় রাজিবের হাতটি।
পরে উচ্চ আদালত এক রায়ে ঘাতক দুই বাস মালিককে রাজীবের চিকিৎসা ব্যয় বহন করার আদেশ দেন।