Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ট্রাম্পের আইনজীবী কোহেনের দপ্তরে এফবিআইয়ের অভিযান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের দপ্তরে অভিযান চালিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রাশিয়ার ভূমিকা নিয়ে তদন্তকারী বিশেষ কৌসুলি রবার্ট মুয়েলারের তদন্তের অংশ হিসাবেই এই অভিযান। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ কথা জানিয়েছেন।

মার্কিন গণমাধ্যমে বলছে, নিউইয়র্কের ওই কার্যালয় থেকে আইনজীবী কোহেন এবং তার গ্রাহকদের সঙ্গে যোগাযোগের অনেক নথিপত্র জব্দ করা হয়েছে। এসব নথিপত্রের মধ্যে এক পর্ণ তারকাকে অর্থপ্রদান সম্পর্কিত কাগজপত্রও রয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতির নির্বাচনের একদিন আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন বলে স্বীকার করেছেন কোহেন। এরপরই তিনি আলোচনায় উঠে আসেন।

ড্যানিয়েলসের দাবি, স্ত্রী মেলানিয়া ট্রাম্প প্রথম সন্তানের জন্ম দেওয়ার পরপর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক হয়েছিল। সেই কথা চেপে রাখার জন্যই তাকে অর্থ দেয়া হয়েছিল।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top