Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে বর্জন

ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না এমন আশঙ্কা থাকলেও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে বিএনপি পৌর নির্বাচনে অংশ নিচ্ছে।মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক যৌথ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে আশা করি না। আমাদের অতীত অভিজ্ঞতা, বিগত ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন এবং সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতা থেকে বুঝা যায় এ নির্বাচন সুষ্ঠু হবে না। পরিস্থিতি বিবেচনা করে পৌর নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিএনপি।এসময় তিনি দলের নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর সারাদেশে ৫ হাজার বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।এসময় বিজয় দিবস উপলক্ষে ১৫ দিনের বিএনপির কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে ১৬ ডিসেম্বর রাজধানীতে বর্নাঢ্য র‍্যালির আয়োজন করেছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারোয়ার, ফজলুল হক মিলন, দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি এম এ মালেক, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান, স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক মো. আক্তারুজ্জামান বাচ্চু, ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top