গাজীপুরে সিটি কর্পোরেশনের চক্রবর্তী এলাকায় এক নারীকে হত্যা করে লাশ ঘরের খাটের নিচে রেখে তালাবদ্ধ করে স্বামী পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বছর।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, চক্রবর্তী এলাকার সালাম সিকদারের তিনতলা বাড়িতে স্বামীর সঙ্গে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন ওই নারী। গত ২-৩ দিন ধরে তাদের কক্ষে তালা ঝুলানো রয়েছে।
রোববার সকালে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে দেখে বাড়ির মালিক ঘরের তালা ভেঙে ভেতরে খাটের নিচে ওই নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেন।
আজ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে নিহতের স্বামী তাকে হত্যার পর মরদেহ খাটের নিচে রেখে পালিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানান ওসি।