স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার যখন যেটুকু প্রয়োজন জেলকোড অনুযায়ী সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপি নেত্রীর চিকিৎসার কোনো ঘাটতি হচ্ছে না।
আজ রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ দলিল লেখক সমিতির নব নির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বাংলাদেশের বড় সরকারি হাসপাতাল। যেখানে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সব বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে রয়েছেন। এখানে আপনারা ঘাটতির কী দেখলেন?
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বলেন, দেশকে যদি আবার অন্ধকারে নিমজ্জিত করতে না চান, তাহলে নৌকার বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প নেই।
দেশে কথাও কোনো দরিদ্র নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের হতদরিদ্র মানুষ কোথায় গেলো? দেশের কোথাও দারিদ্রতা আর দেখতে পাচ্ছি না।
এ সময় দলিল লেখকদের বিভিন্ন দাবি-দাওয়ার কথাও তুলে ধরেন তিনি।