প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, বিগত নির্বাচনগুলোতে সেনা মোতায়েন হয়েছে। তাই যদি প্রয়োজন হয় আগামী জাতীয় নির্বাচনগুলোতে সেনা মোতায়ন হতে পারে।
আজ রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) সঙ্গে আলোচনা সভায় তিনি এ অভিমত দেন।
সিইসি বলেন, সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হওয়া উচিত। তবে এটা আমার ব্যক্তিগত মতামত। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন (ইসি)।
এ বছরের শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান কে এম নুরুল হুদা।
Share!