ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে গোপন বৈঠকের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বৈঠকের স্থান নিয়ে কিছু জানানো হয়নি। কয়েকজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এই তথ্য দিয়েছেন।
জানা গেছে, যুক্তরাষ্ট্র এ উত্তর কোরিয়ার মধ্যে বরফ গলাতে মূল অনুঘটকের কাজ করছে দক্ষিণ কোরিয়া৷ ইতোমধ্যে ট্রাম্পের কাছে আলোচনার প্রস্তাবও পাঠিয়েছে পিয়ংইয়ং।
কর্মকর্তারা জানিয়েছেন, সিআইএ-র পরিচালক মাইক পম্পেওর নেতৃত্বে একটি দল দু’দেশের বৈঠকের বিষয়ে আলোচনা চালাচ্ছে। এরই মধ্যে একাধিকবার দু’পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা তৃতীয় একটি দেশে সাক্ষাৎ করেছেন। কোথায় এই বৈঠক হতে পারে তা ঠিক করবেন তারা।
এদিকে, এখনো বিষয়টি নিশ্চিত করেনি উত্তর কোরিয়া৷ এই গোপন আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দুই নেতার বৈঠকের সম্ভাব্য স্থান নির্ধারণের বিষয়টি। উত্তর কোরিয়া পিয়ংইয়ংকেই বৈঠকের জন্য উপযুক্ত মনে করছে। সম্ভাব্য স্থান হিসেবে উঠে এসেছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের নামও। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্থান নিয়ে কোনো মতামত দেওয়া হয়নি।