Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

‘চলচ্চিত্র বাঁচাতে জীবন দেব, তবুও এই শিল্প ধ্বংস হতে দেব না

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও কর্মীদের তরফ থেকে সবার সামনে আমি শপথ নিয়ে বলছি, এই চলচ্চিত্র বাঁচাতে প্রয়োজনে জীবন দেব। তবুও এই শিল্প ধ্বংস হতে দেব না।’

জাতীয় চলচ্চিত্র দিবসে উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর বিএফডিসিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এ মন্তব্য করেন প্রবীণ অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির সভাপতি হাসান ইমাম।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একবার এফডিসিতে ষাট কোটি টাকা দিয়েছিলেন। এফডিসি কর্তৃপক্ষ সেই টাকা ঠিকমত ব্যবহার করতে পারেনি। এমনভাবে যদি অপব্যয় হয় তাহলে আমাদের চলচ্চিত্র শিল্প আধুনিকায়ন হবে না, আন্তর্জাতিক পর্যায়ে যাবে না। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সদয় আন্তরিকতা কামনা করছি। আমাদের দরকার সেন্ট্রাল সার্ভার, পাইরেসি ঠেকানো, সিনেমা হল ও প্রদর্শন ব্যবস্থা আধুনিকায়ন।

তিনি বলেন, এফডিসি আধুনিকায়ন করতে এবং সব আবর্জনা পরিষ্কার করতে প্রয়োজন হলে আমরা আবার আন্দোলন করবো। আজকের এই দিনে আমরা এই শপথই নিলাম। আমরা আবার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবো। আশা করছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে অতিসত্বর সু-নজর দেবেন।

এসময় উপস্থিত ছিলেন অভিনেতা ফারুক, ইলিয়াস কাঞ্চন, এটিএম শামসুজ্জামান, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, সাইমন, নাসরিন, মোহাম্মদ হোসেন জেমি, মুশফিকুর রহমান গুলজার, সুজাতা, শাহীন সুমন, সুব্রত, জয় চৌধুরী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top