কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে গঠিত মেডিক্যাল বোর্ড রিপোর্ট দিলেই পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক শাহ আলম।
আজ সোমবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।
এ সময় শাহ আলম তালুকদার জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের কোনো প্রতিবেদন আমাদের কাছে পৌঁছায়নি।
এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন উপ-পরিচালক। এর বেশি জানতে চাইলে সাংবাদিকদের কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় গতকাল রবিবার চার সদস্যের বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। পরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন গঠিত মেডিক্যাল বোর্ড। মেডিক্যাল বোর্ড সদস্যরা হলেন, অধ্যাপক মো. সামিউজ্জামান (অর্থোপেডিক্স), মনসুর হাবীব (নিউরোলজি), টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন)।
আজ সোমবার সংবাদ সম্মেলনে খালেদা জিয়া স্বাস্থ্য বিষয়ে সর্বশেষ জানানোর কথা ছিল। কিন্তু মেডিক্যাল বোর্ডের রিপোর্ট না পাওয়ায় পরবর্তী করণীয় জানাতে পারেনি ঢামেক।
Share!