বিভিন্ন চ্যানেলের কল্যাণে সাপ বিষয়ে আমরা অনেক অবাক করা দৃশ্যই দেখে থাকি। কিন্তু আপনি কখনো সাপের পানি খাওয়া দেখেছেন? অদ্ভুতদর্শন একটা সাপ লকলকে জিহ্বা দিয়ে পাখির মতো পানি খাচ্ছে। আর এ দৃশ্যটি ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে।
সম্প্রতি এমনই বিস্ময়কর ও বিরল দৃশ্য ক্যামেরায় ধারণ করতে সক্ষম হয়েছেন টেক্সাস-ভিত্তিক ইউটিউবার টেইলর নিকোল ডিন। তিনি সাপও পালেন বটে। আর ওই সাপটি তারই পোষ্য। মাত্র ১৪ সেকেন্ডের ভিডিও ফুটেজটি টুইটারে ওঠার পর ১০ লাখের বেশি বার দেখা হয়েছে। এখনো মানুষ দেখছেই।
হংনোজ সাপটির নাম রেখেছেন তিনি সেলিয়া। সে একটি গামলা থেকে পানি খাচ্ছিল। দেহে কমলা রংয়ের ফুটি ফুটি দাগ। দেখতে চমৎকার একটি সাপ। টুইটারে এ ছবি মাত্র ৪ দিনে ১৪ লাখ বার দেখা হয়েছে।