হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৯ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার রাতে কুয়ালালামপুর থেকে আসা একটি উড়োজাহাজে এ সোনা আসে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ৫টি সোনার বারসহ একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুর থেকে মালায়েশিয়ান এয়ারলাইন্স শাহজালালে আসে। গোপন সংবাদ ছিল চোরাচালানের সোনা আসছে। কোনো যাত্রীর কাছে সোনা না পেয়ে বিমানে তল্লাশি চালানো হয়। এ সময় ১২-ই ও ১২-এফ নম্বর আসনের ভেতরে কালো স্কচট্যাপ দিয়ে মোড়ানো ৮টি বান্ডেল পাওয়া যায়। বান্ডেলগুলোর ভেতর ১৬০টি সোনার বার পাওয়া যায়। এর ওজন ১৮ কেজি ৬৫০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি টাকা। ওই দুটি আসনের বিপরীতে কোনো টিকিটও ইস্যু করা হয়নি।কমলাপুরে সোনার বার উদ্ধার : সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে পুলিশের কাছে আটক হয় বলাই পাল নামের এক ব্যক্তি। সে কোমরের বেল্টের মধ্যে সোনার বার লুকিয়ে বহন করছিল। তার কাছে পাঁচটি সোনার বার পাওয়া যায়। এর ওজন ২৫ ভরি। তাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।ঢাকা রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, সোমবার সকালে চট্টগ্রাম থেকে তূর্ণনীশিথা ট্রেনে করে কমলাপুরে আসে বলাই পাল। সকাল সোয় ৮টার দিকে ৩ নম্বর প্লাটফর্মে তার গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়।
শাহজালালে ১৯ কেজি সোনা উদ্ধার
Share!