আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গঠনতন্ত্রের ৭ ধারা তুলে দিয়ে বিএনপি মেনেই নিয়েছে, তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল।
বুধবার সকালে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির দায়ে দণ্ডিত হলে নৈতিকতার দিক থেকে দলীয় প্রধান থাকার সুযোগ নেই। তবে বিএনপির গঠনতন্ত্রে ছিল দুর্নীতিতে দণ্ডিত হলে বা দেউলিয়া হয় বা সামাজিকভাবে কুখ্যাত বা পরিচিত হয় তা হলে গঠনতন্ত্র বলে দলে থাকার অধিকার নেই। আমরা বিএনপির কাছে প্রশ্ন করে এই জবাব পাইনি। বেগম জিয়ার দুর্নীতির মামলার রায়ের তারিখের পর দলটি কলমের খোচায় ৭ ধারা পরিবর্তন করে। তারা নৈতিকতার দিকটাকে বড় করে দেখছে না। তারা কেন এই ধারা বাদ দিল তার জবাব চাই।
সংবিধান মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান সেতুমন্ত্রী।