অর্থপাচারে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষে বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুদক আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মানববন্ধনে দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যান বলেন, দেশকে উন্নয়নশীল হিসেবে গড়ে তুলতে হলে অর্থপাচার রোধ করতে হবে।
‘দেশে দুর্নীতির মাত্রা কিছুটা কমেছে। পুরোপুরি দূর করতে হলে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে’, বলেন তিনি।
Share!