মানিকগঞ্জে শহরে বাড়ি থেকে ডেকে নিয়ে দশম শ্রেণির ছাত্র রাকিবকে (১৭) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে পৌরসভার পুরান পৌলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব একই এলাকার খলিলুর রহমানের ছেলে । সে মানিকগঞ্জ ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পরিবারের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, রাত ৯টার দিকে রাকিবকে তার বন্ধু স্থানীয় কান্দা গ্রামের মোন্নাফ মোল্লার ছেলে মিঠু ও তার কয়েকজন সহযোগী ডেকে নিয়ে যায়। এর পর পৌলী স্কুল মাঠের পাশে একটি ভুট্টাক্ষেতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় তারা।
বিষয়টি টের পেয়ে এলাকাবাসী এলে বন্ধুরা পালিয়ে যায়। এলাকাবাসী আহত রাকিবকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে রাকিব মারা যায়।
মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, হত্যার কারণ এখনও জানা যায়নি।সেটি জানার চেষ্টা চলছে।