ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নবাগত রোকন ও নায়িকা মাহিয়া মাহি অভিনীত চলচ্চিত্র ‘পবিত্র ভালোবাসা’। সিনেমাটির প্রযোজনা সংস্থা চাঁটগা ফিল্মস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সেন্সর বোর্ডে জমা পড়ার পর কিছু দৃশ্যে বাদ দেয়ার পরামর্শ দিয়েছে সেন্সর বোর্ড। পরিমার্জনের পর আবারো সেন্সর বোর্ডে জমা পড়েছে চলচ্চিত্রটি।
২০১৬ সালের নভেম্বরে এ সিনেমার শুটিং শুরু হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা পড়ে ‘পবিত্র ভালোবাসা’।
বিয়ের পর এই ছবিতে প্রথম সাইন করেন মাহিয়া মাহি। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ‘খায়রুন সুন্দরী’ খ্যাত একে সোহেল। চলচ্চিত্রটিতে মাহির বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়ক রোকন। এতে আরো অভিনয় করেছেন, ফেরদৌস, মৌসুমী, সুজন, রেবেকা, ইলিয়াস কোবরা, আফজাল শরীফ প্রমুখ।
‘পবিত্র ভালোবাসা’ নির্মাতা একে সোহেলের অষ্টম চলচ্চিত্র। ২০১২ সালে তার সর্বশেষ চলচ্চিত্র মুক্তি পায়। তিনি বলেন, গল্পটি অনেকদিন ধরে আমার কাছে ছিল। আমি মূলত ফোক ঘরানার কাজ করি। তবে এবার অন্যরকম গল্পে নিজেকে যাচাই করার চেষ্টা করলাম। এই সিনেমায় মানবিকতার গল্প বলতে চেয়েছি।